স্পেনে স্বাস্থ্য সেবা উন্মুক্ত করার দাবীতে মানববন্দন-স্মারকলিপি প্রদান

শেয়ার করুন         স্পেনে রাজধানী মাদ্রিদে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবা সবার জন্য উন্মুক্ত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে মানববন্দন-সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে ৩শতাধিক সামাজিক এবং মানবাধিকার সংগঠন ও অভিবাসীরা।   স্প্যানিশ মানবাধিকার সংগঠন লা সোসিদাদ এস্পানিওলা দে সালুদ পূবালিকা ই এডমিনিস্ট্রেশন স্যানিটারিয়া (SESPAS), সানিদাদ উনিভার্সাল (Sanidad Universal) রেড ইন্টার লাভাপিয়েস এবং রেড সলিদারিদাদসহ ৩ শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রণে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা সবার জন্য উন্মুক্ত চাই ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।   বৃহস্পতিবার (৭ এপ্রিল) কয়েক শত স্থানীয় আদিবাসীদের সঙ্গে উল্লেখযোগ্য … Continue reading স্পেনে স্বাস্থ্য সেবা উন্মুক্ত করার দাবীতে মানববন্দন-স্মারকলিপি প্রদান